ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় মাজারের পাহাড় কাটার দায়ে খাদেমকে মৌলানা ইদ্রিচ আহমদ আটক, ৬মাসের সাজা

মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহাসিক শাহ ওমর (রা.) এর মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাটের অভিযোগে মাজারের খাদেম মৌলানা ইদ্রিচ আহমদ (৫৫) কে ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ১জানুয়ারী, বুধবার সকাল ১০টার দিকে চকরিয়ার সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ সাজা প্রদান করেন। মঙ্গলবার থেকে কাকারা ইউনিয়নের মাজার এলাকায় মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন মাজারের খাদেম ইদ্রিচ।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সকালে খবর পেয়ে মাজারের খাদেম পরিচয়দানকারী  মেৌলভী ইদ্রিচ মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছে মাটি ভরাটের কাজে ব্যবহৃত স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় মাজারের খাদেমকে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেয়া হয়।

পাঠকের মতামত: