এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমান আদালত হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনসহ নানা অভিযোগে তিনটি প্রতিষ্টানের কাছ থেকে ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার(১৪মার্চ) বিকেল ৩টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে থানা পুলিশসহ এ অভিযান চালানো হয়।
জানাগেছে, উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বুধবার বিকালে বাস টার্মিনাল এলাকায় আকস্মিক ভাবে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।এসময় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর,ময়লা-নোংরা পরিবেশে খাবার পরিবেশন দেখতে পেয়ে নানা অভিযোগে তিনটি প্রতিষ্টানকে জরিমানা করা হয়।ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে হোটেল ও রেস্টুরেন্ট থেকে ৬০হাজার টাকা জরিমানা আদায় করেছে।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো.জয়নাল আবদীন,থানা পুলিশসহ সরকারী দপ্তরের কর্মকর্তবৃন্দ।
অভিযান ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,চকরিয়া পৌরশহরের বাস টার্মিনাল এলাকাসহ আশ- পাশের কয়েকটি খাবার হোটেল ও রেস্টুরেন্টের দোকানে অভিযান চালানো হয়।অভিযানকালে হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর, ময়লা ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিনটি প্রতিষ্টানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ধারাবাহিক ভাবে পৌরশহরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।##
পাঠকের মতামত: