ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ব্যাংক এশিয়ার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম.মনছুর আলম, চকরিয়া ::   কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ঝাঁকজমক পরিবেশের মধ্যদিয়ে ব্যাংক এশিয়ার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ চকরিয়া শাখার জোনাল ম্যানেজার (জিএম), চকরিয়া ব্যাংক এশিয়ার প্রতিনিধি, এ আর ও, ব্যাংকের রিলেশন শীপ অফিসার, মো: নিজাম উদ্দিন ও আতিকুল ইসলাম, মালুমঘাট বাজার আউটলেক শাখার পরিচালক ও এজেন্ট মালিক হেফাজ মোশেদ, বরইতলী একতা বাজার আউটলেক শাখার পরিচালক ইমন চৌধুরী, শাহারবিল ইউনিয়ন আউটলেক শাখার মুর্শেদুল করিমসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ব্যাংক এশিয়া ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের অনলাইন ব্যাংকের মাধ্যমে অন লাইন ব্যাংকিং, ইউনিয়ন পরিষদে এজেন্টের মাধ্যমে পাসপোর্ট ফি, বিদ্যুৎ বিল আদায়, রেসিটেন্স, ক্ষুদ্র ঋণ, মোবাইল ব্যাংকিং, ডিপিএস, ডেবিট কার্ড, স্বপ্ন পেমেন্ট, বিধবা ও বয়স্ক ভাতা এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশে ব্যাংকিং খাতে সাধারণ মানুষের মাঝে শতভাগ আস্থা অর্জন করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তাছাড়া ব্যাংক এশিয়া ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ আওতায় সাধারণ মানুষের আর্থিক লেনদেন মতো গুরুত্বপূর্ণ সেবা দিয়ে উপকারভোগী জনগণকে সফল ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন ব্যাংক এশিয়া।##

পাঠকের মতামত: