ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা (ফলোআপ)

লাবন্য রাণী পূজা,  চকরিয়া ::
চকরিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল নয়াপড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে হাফেজ মাওলানা রুহুল আমিন (৫৫) কে কুপিয়ে হত্যা ঘটনায় আপন ভাই মামুন মাষ্টারসহ ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের মেঝো ছেলে মো.এমদাদ উল্লাহ বাদী হয়ে চকরিয়া থানায় এ মামলাটি করেন।

প্রধান আসামী বেলাল উদ্দিনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে সোপার্দ করে।
মামলায় তাকে প্রধান আসামী করা হয়েছে। নিহতের আপন বড় ভাই মাস্টার মামুনুর রশিদকে ২নম্বর আসামি করা হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টম্বর) দুপুরে আদালতে বেলালের রিমান্ড আবেদন করা হয়েছে।
এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের টিম মাঠে কাজ করছে।

এদিকে, আজ রবিবার সকাল ১০টার দিকে নিহত হাফেজ মাওলানা রুহুল আমিনের নামাজে জানাযা কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান চকরিয়া নিউজকে বলেন, দুই ভাইয়ের জায়গা-জমির বিরোধের জের ধরে এই হত্যাকান্ডটি হয়েছে । এ ঘটনায় হাফেজ মাওলনা রুহুল আমিনের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। সকল আসামীকে গ্রেফতারের আওতায় আনা হবে।

গতকাল ৫ অক্টোবর সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল গ্রামে হাফেজ মাওলানা রুহুল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই এলাকার মৃত আমিন উল্লাহ’র ছেলে এবং কৈয়ারবিল মখজনুল উলুম মাদারাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

পাঠকের মতামত: