ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ১৫ বছর বয়সী নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার বিকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একদল বখাটে ওই ছাত্রীকে সিএনজি অটো রিকশায় তুলে নিয়ে যায়।

এ বিষয়ে মঙ্গলবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে বখাটে কোনাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্বাস উদ্দিনের ছেলে সালাহউদ্দিন (২৫) সহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন স্কুল থেকে আসা যাওয়ার পথে বখাটে যুবক সালাহউদ্দিন বিয়ের প্রস্তাবসহ উত্ত্যক্ত করতো। এর জের ধরে সোমবার বিকালে স্কুল থেকে ফেরার পথে সালাহউদ্দিনের নেতৃত্বে ২-৩জন যুবক সিএনজি অটোরিকশা করে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে অপহরণ করে নিয়ে যায়। এদিকে থানায় মামলা দায়ের করায় হুমকি-ধমকি দিচ্ছে বলে ও বাদী মনোয়ারা বেগম অভিযোগ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই অভিযোগের প্রেক্ষিতে স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

 

পাঠকের মতামত: