ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বালু উত্তোলনের কারণে সালাহউদ্দিন আহমদ ব্রিজ হুমকির মুখে 

হারবাং ছড়ার উপর নির্মিত সেতু সংলগ্ন গ্রামে অনেক মানুষের বসতি, কৃষি জমি ও সম্পদ। স্থানীয়রা বলেন, যেভাবে বালু তুলছে তাতে নদী ও সাথে সেতু ভাঙবে নিশ্চিত । ফলে কয়েকটি গ্রামের বিরাট ক্ষতি হয়ে যাবে।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করায় এই এলাকার আশপাশে বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন হয়। ইতোপূর্বে ভাঙ্গনে অনেক পরিবারের ভিটে-বাড়ি নদী গর্ভে চলে গেছে । এতে ভোগান্তির শিকার হন অনেক মানুষ।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লোকজন প্রভাব খাটিয়ে বালু উত্তোলন ও বিক্রি করছে। ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরে বিএনপির নেতা-কর্মীরা বালু উত্তোলন করছে। প্রশাসনের নাকের ডগায় কিভাবে বালু উত্তোলনের মহোৎসব চলে? বালু উত্তোলন বন্ধ না হলে সরকারি স্থাপনাসহ এই জনপদ ধ্বংস হয়ে যাবে। তারা আরও জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে বালু ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এতে যেকোনো সময় সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত: