ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এম.মনছুর আলম, চকরিয়া :   কক্সবাজারের চকরিয়ায় ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। ১১জুলাই(বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য  র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুম “মোহনা” মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন  মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহাবাজ খান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রুদ্র প্রমুখ।উক্ত সভায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,ইউপি সচিব, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।##

পাঠকের মতামত: