নিজস্ব প্রতিবেদক :: চকরিয়ায় বন্যহাতির আক্রমনে আহত গৃহবধূ খালেদা বেগম (৪৫) হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আহত খালেদা বর্তমানে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত গৃহবধূ কৈয়ারবিল ইউনিয়নের স্কুল পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের স্কুল পাড়া এলাকায় হাতির আক্রমনের শিকার হয় ওই গৃহবধূ।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বন্যহাতির আক্রমনে গৃহবধূ আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আহত গৃহবধূকে সরকারীভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির অদূরে পানি আনতে যায়। এ সময় রাস্তায় অতর্কিত একটি বন্যহাতির সামনে পড়লে হাতি ওই মহিলাকে শুঁড় দিয়ে আছাড় দেন। এসময় তার শোর চিৎকারে স্বামী ও ছেলে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ঘরে নেয়ার চেষ্টা করার সময় ফের হাতি এসে ওই মাহিলাকে আক্রমন করেন। তখন প্রাণে বাঁচতে স্বামী ও ছেলে পালিয়ে যায়।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, প্রতিবছর পহরচাঁদা বনবিটের পাহাড় দিয়ে এখানে বন্যহাতি আসে। এ বারও সেভাবে এসেছে। অন্য কোন সময় কারো ক্ষতি করেনি।
পাঠকের মতামত: