ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ফুটবল খেলায় সন্ত্রাসী মাদক কারবারীদের হামলায় আহত -২০

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া পৌর এলাকার ফুলতলা আবাসিক এলাকা সংলগ্ন মাঠে অনুষ্টিত অলিম্পিক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা-২১ এর খেলোয়াড, রেফারী ও আয়োজকদের উপর হামলা করেছে একদল মাদক কারবারী। ১০/১২ জনের সন্ত্রাসী দল দা, কিরিচ, হকিস্টিক, লোহার রড, রিক্সার চেইন, লাঠি  ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে অন্তত ২০ জন আহত হয়। তন্মধ্যে রক্তাত্ত ৬ জনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, উদ্বোধনী দিনের খেলায় ঢেমুশিয়া জেএফসি ফুটবল গান্ধী ক্লাব বনাব লক্ষ্যারচর হাজি পাড়া জুনিয়র একাদশ অংশ নেয়। খেলা অর্ধেক চলার পর অতিথিরা চলে যান। পরে যথারীতি খেলা শেষ হয়। খেলায় ১-০ গোলে গান্ধী ক্লাব জিতে যায়।

খেলা শেষে দূর-দূরান্ত থেকে আসা খেলোয়াড় দলকে বিদায় জানানোর সময় বিকাল সাড়ে ৫টার দিকে সন্ত্রাসীরা প্রথমে বিজয়ী দলের উপর হামলা চালায়। তাদেরকে বাচাঁতে গিয়ে আয়োজক ও রেফারীরা আহত হয়। মূলতঃ সন্ত্রাসীরা বাইরের খেলোয়াড়দের উপর হামলা দিয়ে শুরু করে আয়োজকদের উপর ঝাঁপিয়ে পড়ে।

চিহ্নিত মাদকসেবী স্থানীয় কসাই পাড়ার এসব সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছে। ঘটনাস্থলেই প্রমাণিত হয়েছে কোন মহলের ইন্ধনে মাদকসেবীরা এ আক্রমণ চালায়।

গত ৩১ ডিসেম্বর বিকেলে ফুলতলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতা আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন, তরুণরা যখন মাদকাসক্ত  হয়ে পড়ছে সেই মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর আহবান মাদককে ‘না’ বলুন ম্লোগানে উজ্ঝীবিত হয়ে ফুলতলার তরুণরা প্রতিযোগিতামূলক এ ফুটবল খেলার আয়োজন করায় ধন্যবাদ জানান। কারন এতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে মাদকসহ অনিষ্টকর কর্মকান্ড  থেকে দূরে থাকবে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এএইচএম ইফতেখারুল ইসলাম হানিফ, ফুলতলা সমাজ কমিটির সর্দার-১ সাংবাদিক ইবনে আমিন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা সমাজ কমিটির সর্দার-৩ শেকাব উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাকিবুর রহমান কলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়াইব, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সাগর, এডভোকেট শফিউল আলম নুরু, মুজিবুল হক, শাহ আলম প্রমূখ।

সংঘটিত সন্ত্রাসী ঘটনার ব্যাপারে রাতে চকরিয়া থানায় একটি এজাহার দেয়া হয়েছে।

পাঠকের মতামত: