ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ফিশিং বোটে ইঞ্জিন বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় ফিশিং বোটে ইঞ্জিন বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. একরামুল হক (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাতটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত একরামুল হক উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাছিম আলী সিকদার পাড়া এলাকার বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার রাত ৭টার দিকে চোয়ারফাড়ি এলাকায় মাতামুহুরী বাঁশ সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ সেলিমের মালিকানাধীন সদ্য তৈরিকৃত ফিশিং বোটে ইঞ্জিন বসানোর কাজ করছিলেন একরাম। এসময় অসাবধান বশত: টাঙানো বিদ্যুৎ তারে জড়িয়ে যান একরাম মিস্ত্রি। এরই একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
ঘটনাস্থলে মারা যান তিনি।

ফিশিং বোট মালিক মোহাম্মদ সেলিম বলেন, একরামসহ তাঁরা তিন ভাই আমার বোটে ইঞ্জিন বসানোর কাজ করছিলেন। সেখানে অসাবধান বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একরাম। ঘটনাটি নিছক দুর্ঘটনা। এব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই। গতকাল শুক্রবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি বলেন, ফিশিং বোটে ইঞ্জিন বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একরামুল হক মিস্ত্রি মারা গেছেন।

পাঠকের মতামত: