এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়ায় পাচারকালে বনবিভাগের অভিযানে বৈধ কাগজপত্র বিহীন পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মালুমঘাট চা-বাগান সড়ক থেকে ডুলাহাজারা বনবিটের কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. আতিকুল হক জানান, কোন ধরণের বৈধ কাগজপত্র ছাড়া একটি চক্র দীর্ঘদিন ধরে লামা আলীকদমের পাহাড় থেকে লুটপাটের মাধ্যমে পাথর উত্তোলন করে বিভিন্ন সড়ক দিয়ে পাচার করে আসছেন। এ ধরণের অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে মালুমঘাট চা-বাগান সড়কে অভিযান চালিয়ে পাচার কালে (চট্টমেট্রো-য়-২৯৮৫) নাম্বারের পাথর বোঝাই একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। তবে ওইসময় কাউকে আটক করা হয়নি।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.আবদুল মতিন বলেন, জব্দকৃত পাথরসহ ডাম্পার ট্রাকটি রেঞ্জ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। গাড়িতে থাকা কেউ পাথর উত্তোলনের বৈধ কাগজপত্র বা পারমিট দেখাতে পারেনি। তিনি বলেন, তাদের কাছে পাথরের বৈধ কাগজপত্র থাকলে ছেঁেড় দেয়া হবে। অন্যথায় আইনী প্রদক্ষেপ নেওয়া হবে।
পাঠকের মতামত: