ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় পশ্চিম বড়ভেওলায় বিট পুলিশ কার্যালয় উদ্বোধন: এএসপি থানার ওসিকে সংবর্ধনা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ ভবনে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি এএসপি কাজী মতিউল ইসলাম বলেন, পুলিশ জনগণের বন্ধু। আস্থার প্রতিক। বিট পুলিশের মাধ্যমে অত্র ইউনিয়নের সকল পেশাজীবি মানুষের কাছে নিশ্চিত সেবা প্রদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বিট পুলিশ কার্যালয়। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে গঠনকৃত কমিটি ও পরিষদের সকল সদস্যদের নিয়ে যেকোন সমস্যা সমাধান দিবে।

তিনি বলেন, বিশেষ করে বিট পুলিশ যেমন ভাল লোকের বন্ধু হবে,তেমনি খারাপ লোকের ভয়ংকর জম হয়ে দাঁড়াবে। একথায় চুরি, ডাকাতি, ইভটিজিং, ছিনতাই, বাল্য বিবাহ ও মাদক দ্রব্য কারবারী এবং সেবনকারী সহ সকল অপরাধ নির্মূলে বিট পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে কাজ করবে।

এএসপি মতিউল আরও বলেন, এভাবে এলাকায় অনৈতিক কর্মকান্ড প্রতিরোধ করে, সুন্দর সমাজ বির্নিমাণে বদ্ধ পরিকর থাকবে পুলিশ। শান্তি,শৃংখলা, প্রগতি পুলিশের মূলনীতি এর ধারাবাহিকতা বজায় রেখে, সেবার মাধ্যমে পুলিশ জনতার বন্ধু পরিচয় বহন করবে বলে আমার বিশ্বাস। তিনি এসময় বিট পুলিশ কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য কৃর্তক জনগন হয়রানি হলেও নির্ভয়ে তাকে জানাতে অনুরোধ করেন।

পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদ মিলনায়নে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান ও পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য, আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সুধীজন। অনুষ্ঠানের শুরুতে এএসপি কাজী মতিউল ইসলাম ও থানার ওসি মো.হাবিবুর রহমানকে সংবর্ধিত করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা এসময় উর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন। #

পাঠকের মতামত: