ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দোকানঘরের দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে দোকানঘরের দেয়াল চাপা পড়ে তোফায়েল উদ্দিন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড রাখাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোফায়েল ওই ইউনিয়নের নয়াপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ।

স্থানীয় লোকজন জানান, আজ বৃহস্পতিবার সকালে রাখাইনপাড়া গ্রামের বাসিন্দা মংক্যাজ নামে এক ব্যক্তির পরিত্যক্ত দোকানঘরের দেয়াল ভাঙতে যান তোফায়েলসহ ৬ জন শ্রমিক। ওইসময় পরিত্যক্ত দেয়াল ভাঙতে গিয়ে দেয়াল ভেঙ্গে অসাবধান বশত; তোফায়েল উদ্দিনের উপর চাপা পড়ে। এসময় অপরাপর শ্রমিকরা তোফায়েলকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: