ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় দিনেদুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের  আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি 

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় দিনেদুপুরে আগুনে পুড়ে গেছে দুই বাড়ি। গতকাল শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার  বদরখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ৩নম্বর ব্লক নাপিতখালী পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কাদের মনু জানান, স্থানীয় নাপিতখালী পাড়ার আমির হোছাইন এর দুই পুত্র সেলিম উদ্দিন ও সাইফুল ইসলাম এর বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭-৮ লক্ষ হবে বলেও জানান তিনি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে পরিবারের লোকজন জানান। ##

পাঠকের মতামত: