ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় টেন্ডার ছাড়াই সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রির মহোৎসব

সরকারের লিখিত কোন অনুমোদন বা টেন্ডার ছাড়াই সামাজিক বনায়নের কোটি টাকার গাছ কেটে বিক্রী করে দিয়েছে বনরেঞ্জ কর্তৃপক্ষ। গত ২৩ সেপ্টেম্বর ‘২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কয়েক হাজার অপরিপক্ক গাছ কেটে তা বিক্রী করেছে একই বাগান কমিটির সভাপতি গাছ ব্যবসায়ি ছৈয়দ সওদাগরের কাছে। গাছ কাটার সাথে জড়িত সামাজিক বনায়নের সদস্য কালু জানান, তারা সবাই বনায়নের ৩ নং প্লটের সদস্য। বিগত ঝড়-বাতাসে কিছু গাছ পড়ে গিয়েছিল। বনবিভাগের ক্যাসিয়ার এফজি সুর্য বাবু ও রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে গাছ গুলো কাটছেন তারা। ঝড়ে পড়া গাছের সাথে বড় সাইজের কিছু গাছ কেটে নেয়া প্রসঙ্গে কালু বলেন, ব্যবসায়ি ক্রেতাদের আকর্ষনে কিছু অতিরিক্ত গাছ কাটা হচ্ছে। সংশ্লিষ্ট এফজি সুর্য বাবু ও রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন নিজে এসে দেখিয়ে দিয়েছেন কোনটা কোনটা কাটা যাবে। মেয়াদ শেষ না হতেই গাছ কেটে টেন্ডার বিহীন বিক্রী করে দিলে সামাজিক বনায়নের বনায়নের সুফলের দেখা পাবে না অংশি জনরা।বিফলে যাবে সরকারের লক্ষ্য উদ্দেশ্য।

সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রী করে দেয়ার ব্যাপারে রেঞ্জার মেহেরাজ উদ্দিন বলেন, ঝড়ে পড়া গাছ গুলো বনায়নের মালিকদের বেচে দেয়ার অনুমতি দিয়েছেন তিনি। সম্প্রতি বনের গাছ বিক্রী, বনভুমিতে ঘর বাঁধার অনুমোদন দিয়ে বেপরোয়া হয়ে উঠেছে রেঞ্জার মেহেরাজ ও ক্যাশিয়ার সূর্যবাবু।  বনরক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

পাঠকের মতামত: