ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় জুলাই বিপ্লব নিয়ে দ্রোহের গান কবিতা আবৃতি ও কাওয়ালী জলসা নতুন সাড়া জাগিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক মঞ্চ, চকরিয়ার আয়োজনে ৬ অক্টোবর’ ২৪ (রবিবার), বাদ মাগরিব চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠ অনুষ্টিত হয়েছে দ্রোহের গান, কবিতা, কাওয়ালী জলসা। মনোমুগ্ধকর পরিবেশন করেন ঐতিহ্যবাহী পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম, মোহনা শিল্পীগোষ্ঠী চকরিয়া, প্রবাল শিল্পীগোষ্ঠী কক্সবাজার, আল মাহাদী শিল্পীগোষ্ঠী চকরিয়াসহ দেশ বরেণ্য শিল্পী ও স্থানীয় শিল্পী বৃন্দ। অনুষ্ঠানের সর্বস্তরের সাংস্কৃতি প্রেমিদের ঢল নামে। রাত ৮টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কোরক বিদ্যাপীঠ মাঠ। শিল্পীরা গানে গানে আল্লাহ ও রাসুল (সাং)কে স্মরণ, জুলাইয়ের শহীদদের স্মৃতি ও ভারতীয় আধিপত্যবাদের কালো থাবার দৃশ্য তুলে ধরেন। দ্রোহের গানেও এ জন্য এক অন্যরকম অনুভূতি। একইভাবে শিশু শিল্পীরাও তুলে ধরেন আবৃতিতে। আঞ্চলিক গানেও তুলে ধরা হয় স্বৈরা শাষক হাসিনা-কাদেরের কুকীর্তি। হাজার হাজার দর্শক শিল্পীদের গানে মুগ্ধ হয়ে হাত নেড়ে অভিবাদন ও তালি দিতে থাকেন। উৎসবে মেতে উঠেন দর্শকরা। ইসলামি সংস্কৃতির এত অপরূপ সৌন্দর্য্য চকরিয়াবাসী দেখেছেন এবং তা অব্যাহত রাখার জন্য দাবী তুলেন। অনুষ্ঠানে প্রত্যেক সাংস্কৃতিক সংগঠনই তাদের নৈপূণ্যতা দেখিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক নেতারাসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিরাও অংশ নেন।

পাঠকের মতামত: