নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট পরিবহনে নিয়োজিত একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক ফরহাদ হোসেন (২৩) নিহত হয়েছে। এসময় রেজাউল করিম (২৪) নামে অপর এক আরোহী আহত হয়েছে। বুধবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভান্ডারিডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ লক্ষীপুর জেলার রামগঞ্জ ডুমুরিয়ার মোহাম্মদ মোস্তাকের ছেলে। আহত রেজাউল নোয়াখালী জেলার পরিষদ কমপুরের জাহাঙ্গীর আলমের ছেলে।
সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র্র। তিনি বলেন, গতকাল দুপুরে সিমেন্ট আনলোড শেষে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন একটি কাভার্ড ভ্যান। ওইসময় কাভার্ডভ্যানটি চকরিয়ার উত্তর হারবাং এলাকা অতিক্রমকালে সামনের মোটর সাইকেল আরোহীদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, আহত রেজাউল করিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে নিহতের মরদেহ বিনাতদন্তের আবেদনের প্রেক্ষিতে পরিবার সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত: