ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় এস,পি চিত্রালয় ও কবিতা সমগ্র‘র শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া ::  চকরিয়ায় এস,পি চিত্রালয় ও কবিতা সমগ্র‘র আয়োজনে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্যদিয়ে সম্পন্ন করা হয়েছে । শুক্রুবার বিকেল ৩টা সময় চকরিয়া পৌরশহরের পুরাতন বিমান বন্দরস্থ চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৬৬জন শিশু কিশোর এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ।

উক্ত প্রতিযোগিতার সিলেবাসে ছিল-ক -বিভাগ/নার্সারি-৪র্থ শ্রেণি, খ – বিভাগ/৫ম- অষ্টম শ্রেণি, গ- বিভাগ/নবম-দাদ্বশ শ্রেণি ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক নাছির উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুর আলম, এপেক্স ক্লাব চকরিয়ার আহামদ মিরাজুল মোস্তফা, মোঃ জমির উদ্দিন, মোঃ মুজিবসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিদের অভিভাবিকাবৃন্দরা । এতে উপস্থিত অতিথিরা এস,পি চিত্রালয় ও কবিতা সমগ্র চকরিয়ার উত্তরোত্তর সমৃদ্ধিসহ এইধরনের সমাজ সচেতনতা মুলক কাজ আরোও বেশী চালিয়ে যাবার জন্য অভিন্দন জানিয়ে মঙ্গল কামনা করেন।

পাঠকের মতামত: