ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় উপজেলা প্রশাসনের জাতীয় দুর্যোগ দিবস পালিত

এম.মনছুর আলম, চকরিয়া :   “জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে আজ শনিবার (১০মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় দুর্যোগ দিবসের এক র‌্যালী কোর্টসেন্টারস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীর মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ। উক্ত আলোচনা সভা ও র‍্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিপিবি কর্মকর্তা মো: মুনির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহসান, উপজেলা রেডক্রিসেন্ট কমান্ডার নুরুল আবছার,সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মহসিন বাবুল, চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জি.এম মহিউদ্দিনসহ প্রমুখ।

উল্লেখ্য যে, জাতীয় দুর্যোগ দিবসের গুরুত্বের উপর এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: