ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

yaba atokস্টাফ রিপোর্টার, চকরিয়া :
চকরিয়া পৌরশহর চিরিঙ্গার শাহবোডিংয়ের সামনে থেকে খুচরা ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ৫৬পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল রবিবার রাত আটটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মো. মুহির উদ্দিন খান উজ্জ্বল সঙ্গীয় পুলিশ নিয়ে সাদা পোশাকে এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত খুচরা ইয়াবা ব্যবসায়ীর নাম মোহাম্মদ খোকন আলী (৪৫)। সে পৌরশহর চিরিঙ্গা সোসাইটি পাড়ার মৃত মেহের আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) মো. মুহির উদ্দিন খান উজ্জ্বল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে সঙ্গীয় ফোস নিয়ে শাহবোডিং এলাকায় ওঁৎ পেতে থাকেন তিনি। এ সময় ইয়াবা বিকিকিনির সময় গ্রেপ্তার করা হয় ইয়াবা ব্যবসায়ী খোকনকে। এই অবস্থায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হলে খোকনের দেহ তল্লাশী করে পাওয়া যায় ৫৬পিস ইয়াবা ট্যাবলেট। খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: