ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতিসাধন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়ায় মাত্র ১৫ মিনিটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি গরীব পরিবারের বসতঘর ও সহায় সম্বল। গতকাল শুক্রবার বিকালে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের খোন্দকারপাড়া গ্রামে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। আগুনে তিনটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
আগুনে পুড়ে যাওয়া ঘর গুলো হচ্ছে খোন্দকারপাড়াস্থ মাতামুহুরী নদী পাড়ের বাসিন্দা মৃত নুরুল কবিরের ছেলে বাবু ফকির, ফিরোজ আহমদের দুইটি তুষেরঘর ও একই গ্রামের মৃত আব্দুস চোবহান মিয়াজির ছেলে আকবর আহমদের সেমি পাকা বসতঘর। আক্রান্ত পরিবারটির তিনটি গৃহকর্তারা পেশায় দিনমুজুর বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের খোন্দকারপাড়া গ্রামের একটি বাড়িতে চুলার আগুন নিয়ে খেলা করছিলেন বাড়ির শিশুরা। ওইসময় আগুন মুর্হুতে পাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর আগুন লাগার ঘটনাটি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্ঠা করে। খবর পেয়ে ১৫ মিনিটের ব্যবধানে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে ততক্ষনে ওই তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর চকরিয়া থানা পুলিশ, স্থানীয় পৌরসভার কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবার তিনটির সদস্যরা শীতের দিনে খোলা আকাশের নীচে চরম কষ্ঠে দিনযাপন করছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা সাংবাদিক বিএম হাবিব উল্লাহ। ভুক্তভোগী পরিবার গুলো চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত এমপি আলহাজ জাফর আলম ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর কাছে মানবিক সহযোগিতা কামনা করেছেন। ##

পাঠকের মতামত: