ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে অস্ত্র ও গুলিসহ নুরুল আমিন (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (১নং ওয়ার্ড) রিংভং ছগিরশাহ কাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। নুরুল আমিন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সন্ত্রাসী নুরুল আমিন ডুলাহাজারা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী নুরুল আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

পাঠকের মতামত: