ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ন ভোট গ্রহণ চলছে….

13051490_10209612227805125_3788144981846148881_n_1নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় আজ ১২টি ইউনিয়নে সকাল থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে । সুষ্ট ভোট গ্রহণে কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে বিজিবি , র‌্যাব ও পুলিশ । শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে । সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো পর্যন্ত তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রায় সকল কেন্দ্র থেকে খবর আসছে ভোট সুষ্ট ও সুন্দর চলছে……

আজ সকালে চিরিঙ্গা ইউনিয়নের বনজকাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে সকাল ৮টা থেকে সুষ্টুভাবে ভোট চলছে । পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশী দেখা গেছে । অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী চকরিয়া নিউজ’কে জানিয়েছেন , ভোট সুষ্টু করার জন্য প্রশাসন সতর্ক রয়েছে । কোন প্রকার অনিয়ম বরদাশত করা হবে না

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার চিরিঙ্গা, বরইতলী, কৈয়ারবিল, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, বমুুবিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, সাহারবিল, হারবাং ও বরইতলী ইউনিয়নের মধ্যে ৭০টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁিকপুর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। তারমধ্যে চিরিঙ্গা ইউনিয়নের ১০টি ও বরইতলী ইউনিয়নের ৯টিসহ উপজেলার হারবাং ইউনিয়নের ২, ৪, ৭ ও ৮ নম্বর কেন্দ্র, লক্ষ্যারচর ইউনিয়নের ১,২, ৭, ৮ ও ৯ নম্বর কেন্দ্র, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নম্বর কেন্দ্র, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২, ৩, ৭, ৮, ৯ নম্বর কেন্দ্র, ডুলাহাজারা ইউনিয়নের ১,২ ও ৮নম্বর কেন্দ্র, সাহারবিল ইউনিয়নের ১, ২ ও ৩নম্বর কেন্দ্র, বমুবিলছড়ি ইউনিয়নে ১, ২, ৩, ৮ নম্বর কেন্দ্র, খুটাখালী ইউনিয়নের ৩, ৪, ৫, ৮ নম্বর কেন্দ্র, কাকারা ইউনিয়নের ২নম্বর কেন্দ্রকে ঝুঁিকপুণ হিসেবে বিবেচিত করা হয়েছে।

১২ইউনিয়নের ১১১টি কেন্দ্রে এবার ভোটাধিকার প্রয়োগ করবে ১লাখ ৫৩ হাজার ৮৪১জন ভোটার। তারমধ্যে ৭৮ হাজার ৯৯৫জন পুরুষ ও ৭৪ হাজার ৮৪৬জন নারী ভোটার। তারমধ্যে ৭৮ হাজার ৯৯৫জন পুরুষ ও ৭৪ হাজার ৮৪৬জন নারী ভোটার।

পাঠকের মতামত: