ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চকরিয়ার হাতির আক্রমনে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে কবির আহমদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ( ১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়ার পাশের ইউনিয়ন লামার ফাঁশিয়াখালী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির আহমদ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, কবির আহমদ পেশায় একজন কৃষক। পাশাপাশি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় তিনি গতকাল সকালে পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে যান।
একপর্যায়ে তিনি জঙ্গলে ঢুকে লাকড়ি আহরণ করছিলেন। এসময় একটি হাতি এসে শুঁড় দিয়ে ধরে পায়ের তলায় পিষ্ট করে তাকে মেরে ফেলেন।

পরে দুপুর পর্যন্ত তিনি ঘরে না ফেরায় পরিবারের লোকজন ঘটনাস্থলে গিৃয়ে কবির আহমদের লাশ উদ্ধার করেন।
চকরিয়া উপজেলার ফাঁশিয়ালী ইউপি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন হাতির আক্রমনে নিহত কবির আহমদ নামে এক ব্যক্তি নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: