ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার জনপ্রিয় আলেম আবুল কালাম মুরাদ চিরনিদ্রায় শায়িত

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার সর্বমহলে জনপ্রিয় বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বাদে আছর পৌরসভার নামার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে করোনা পরিস্থিতির আলোকে সামাজিক দূরত্ব মেনে সর্বস্তরের শোকাহত মানুষ অনুষ্ঠিত নামাজে জানাযায় অংশনেন।

অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আজহারী। এসময় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ বশির আহমদসহ শতশত আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেষ বিদায় জানাযা শেষে মরহুমের মৃতদেহ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম মুরাদ জীবদ্দশায় শিক্ষকতা পেশার পাশাপাশি বাংলাদেশ বেতার কক্সবাজার জেলার জনপ্রিয় ধর্মীয় আলোচক ও চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুপূর্ব অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গণশ্যামবাজার জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত: চকরিয়া উপজেলা ছাড়াও পুরো কক্সবাজার জেলায় সর্বজন পরিচিত বিশিষ্ট আলেমেদ্বীন কক্সবাজার সদরের বাংলাবাজার ছুরতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ চকরিয়ার কৃতী সন্তান আলহাজ্ব মাওলানা আবুল কালাম মুরাদ শুক্রবার ১০জুলাই সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তারআগে গত ১জুলাই বুধবার দুপুরে তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় চমেক হাসপাতালে। সর্বশেষ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড চিরিঙ্গা বাঁশঘাটা সড়কস্থ মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব গোলাম আলী সওদাগরের জ্যেষ্ঠ ছেলে।

এদিকে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম মুরাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, দৈনিক চকোরী সম্পাদক চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, সাংবাদিক কামাল হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আজহারী, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।##

পাঠকের মতামত: