ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চকরিয়ার কালাম ডাকাত বাঁশখালীতে দেশী ও বিদেশি অস্ত্র ও মাইক্রোবাসসহ আটক

abulkalam dakatনিজস্ব  প্রতিনিধি, চকরিয়া ।।

চকরিয়ার আন্তজলা ডাকাত আবুল কালাম (৪০) বাঁশখালীপেকুয়া সড়কের প্রেম বাজার এলাকায় বাঁশখালী থানা পুলিশ যানবাহনে মঙ্গলবার গবীর রাতে তল্লাশি চালিয়ে বিদেশি সুটার গান ও দেশীয় এলজি ১৬ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করেছে। এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে থানা পুলিশ। এদিকে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ি এলাকার প্রধান সড়কে এএসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তল্লাশী চৌকি বসায়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশী চলাকালে মাইক্রোবাস হতে একটি স্যুটার গান ও একটি দেশীয় এলজি, ১২ রাউন্ড কার্তুজ ও ৪ রাউন্ড লাইফেলের বুলেটসহ ২ যুবককে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রিংভং গ্রামের মৃত নুরুল কবিরের পুত্র আবুল কালাম (৪০) ও একই উপজেলার  সাহারবিলের ছোয়ারফাড়ি এলাকার মোঃ কালুর পুত্র সেলিম (২৯)। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস নংঢাকা মেট্রো চ১৩১৭৪১ জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, কক্সবাজার চট্টগ্রামের বিকল্প রোড হওয়ায় অপরাধীদের যাতায়াত বাঁশখালী থানা পুলিশ নজরদারির মধ্যে রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশী বিদেশী অস্ত্র ও কার্তুজসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হবে। তাছাড়া অস্ত্র চোরাকারবারিদের সিন্ডিকেটের আইনের আওতায় আনতে আটককৃতদের বিরুদ্ধে রিমান্ডে আবেদন চাওয়া হবে। উল্লেখ্য, চট্টগ্রাম কক্সবাজারের বিকল্প রোড বাঁশখালী প্রধান সড়ক দীর্ঘদিন থেকে চোরাকারবারীরা নিরাপদ রোড হিসেবে ব্যবহার করে আসছিল। তাছাড়া এই রোড দিয়ে প্রতিনিয়ত অস্ত্র ও মাদক পাচার হলেও পাচারকারীদের সিন্ডিকেট এখনো পর্যন্ত ধরা ছোয়ার বাইরে। বিশেষ করে প্রায় সময় ইয়াবা পাচারকারীরা এ সড়ককে নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করে আসছে। তারা মাইক্রো, কার থেকে শুরু করে আধুনিক গাড়ী নিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাঁশখালী থানা হেফাজতে বেশ কয়েকটি আটককৃত মাইক্রো রয়েছে।

পাঠকের মতামত: