ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ার এক ব্যক্তিকে পেকুয়ায় অস্ত্রসহ পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের পেকুয়ায় ডাকাত সন্দেহে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (৮এপ্রিল) গভীর রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক শহিদুল ইসলাম চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের এক নাম্বার ব্লক এলাকার আবদুল জব্বারের ছেলে বলে জানা গেছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ‘অস্ত্রসহ দেখতে পেয়ে শহিদুল ইসলামকে মারধর করে আটকে রাখে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এসময় দেশীয় তৈরি একটি বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।’

ওসি কামরুল আজম আরো বলেন, ‘বিক্ষুব্ধ জনতার মারধরে গুরুতর আহত শহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পাঠকের মতামত: