নিজস্ব প্রতিবেদক :: করোনাকালে কর্মহীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবারের ঈদ যাতে স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারে সেজন্য কক্সবাজার-১ আসনের সংসদ আলহাজ জাফর আলমের ব্যক্তিগত পক্ষ থেকে বরাবরের মতোই ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার উপকূলীয় পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, বরইতলী ইউনিয়নের সাংগঠনিক পহরচাঁদা ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ’র ব্যক্তিগত পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় এমপি জাফর আলম নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের হাতে এই উপহারের টাকা তুলে দেন।
এর আগে গত শনিবার থেকে ডুলাহাজারা ইউনিয়ন, বিএমচর ইউনিয়ন, লক্ষ্যারচর, খুটাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়াও এমপির ঐচ্ছিক তহবিল থেকে চকরিয়া ও পেকুয়ার ৯৯ জন নারী-পুরুষের মাঝে বিভিন্ন অংকে নগদ ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। উপকারভোগী হিসেবে ঐচ্ছিক তহবিলের এই নগদ অর্থ সহায়তা পেয়েছেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে জলদাস সম্প্রদায়ের নেত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এমপি জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, পর্যায়ক্রমে চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার দলীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে এমপির ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ অব্যাহতভাবে চলছে।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে ৪২ জন, কোনাখালী ইউনিয়নে ৬০ জন, বরইতলীর পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়নে ৫০ জন এবং ফাঁসিয়াখালী ইউনিয়নে দুইভাগে ৮০ জন নেতাকর্মীকে ঈদ উপহার হিসেবে নগদ ২০০০ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, বরইতলীতে নিয়াজুল আলম বাদল, কোনাখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক সিকদার, সাধারণ সম্পাদক শামসুল আলম, এমপির পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: