ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়াকে যানজট, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখাতে হবে -আইন শৃঙ্খলা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা আজ বুধবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মোহনা মিলনায়তন মোহনায় অনুষ্টিত হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিক উল্লাহ, চকরিয়া উপজেলা প:প কর্মকর্তা মো.শাহবাজ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চেৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, মাওলানা আবদুর রহমান, মিরানুল ইসলাম, দিদারুল আলম সিকদার, আলহাজ্ব জসীম উদ্দিন, মো.আনোয়ারুল আরিফ দুলাল, গোলাম মোস্তফা কাইছার, নুরুল আমিন, রেড ক্রিস্টেন্টের কমান্ডার নুরুল আবছার, আনসার কমান্ডার গণেশ, সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ প্র্রমুখ। সভায় জনজীবনকে স্বস্থিদায়ক করতে চকরিয়াকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রস্তাবনা আনা হয়। মহাসড়কের যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল কেন্দ্রে যাওয়ার সড়ক মেরামতের গুরুত্বারোপ করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক স্বল্পতা রয়েছে। তাই চিকিৎসক বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদা পত্র পাঠানো হবে বলে জানান। হারবাংয়ের মহাশ্মশানের জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি তড়িৎ করতে এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়। খানাখন্দক পরিনত সড়ক গুলোকে সংস্কার করতে সওজকে নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: