ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দিনের গোয়ালঘর থেকে চারটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে জসীম উদ্দিনের গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গরুর মালিক হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামকে সাথে নিয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর ভাইয়ের গোয়ালঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় জনতাও উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। সেই গরু আওয়ামী লীগ নেতা গিয়াসের ছোট ভাই জসীম উদ্দিনের গোয়ালঘরে রয়েছে, এমন তথ্য পাওয়ার পর পুলিশকে জানানো হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ জসীমের গোয়াল ঘরে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু এবং দুটি বাছুর উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, হারবাংয়ের আবুল কালামের অভিযোগ পাওয়ার পর ফাঁসিয়াখালীর জসীম উদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে দুটি বড় সাইজের গরু উদ্ধার করা হয়।

এ সময় দুটি বাছুরও পাওয়া যায়। বাছুর দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে হারবাং থেকে চুরি হওয়া বড় সাইজের দুটি গরু উদ্ধারের পর থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, হারবাং থেকে চুরি হওয়া দুটি বড় সাইজের গরু আওয়ামী লীগ নেতার বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়েছে। গরুর মালিকের লিখিত অভিযোগের সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: