ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 গৃহবধুর আত্মহত্যা পেকুয়ায়

পেকুয়া প্রতিনিধি ::
কক্সবাজারের পেকুয়ায় ওড়না পেচিয়ে তানিয়া আক্তার (২১) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।আজ মঙ্গলবার (২২জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মেহেরনামা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই এলাকার নুরুল আবছারের স্ত্রী।

পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধুর ননদ তাসলিমা বেগম জানায়, সকালে আমার মা কক্সবাজার কারাগারে বাবাকে দেখতে যায়। আমি উঠানে কাজ করছিলাম। ভাবি ঘরের ভেতর ছিল। কোন এক সময় সে তার কক্ষে বাড়ির তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ভাই নুরুল আবছারসহ আমরা উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়। এর আগে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, ননদ তসলিমা আর তানিয়া আক্তার ছাড়া বাড়িতে কেউ ছিলনা। দেড় মাস আগে তানিয়ার শ্বাশুর নুরুল আলম একটি মামলায় কক্সবাজার কারাগারে রয়েছে। সকালে শ্বাশুরী রোহেনা বেগম স্বামীকে দেখতে কক্সবাজার যায়। কি কারনে আত্মহত্যা করেছে ঠিক বুঝতে পারছিনা। এদিকে পুলিশ আসার খবরে সটকে পড়েছে তাসলিমা বেগম ও স্বামী নুরুল আবছার।

স্থানীয়রা জানায়, গত তিন বছর আগে বাজার পাড়া এলাকার নুরুল আলমের ছেলে নুরুল আবছারের সাথে প্রতিবেশি মৃত, কাছিম আলীর মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এর সুত্র ধরে দু’জনের বিয়ে হয়। তাদের সংসারে আবরার হোসেন তাহসিন নামে নয় মাস বয়সী শিশু সন্তান রয়েছে। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, পুলিশ পাঠানো হয়েছে। কি হয়েছে পরে জানা যাবে। এখনো আপাতত কিছুই বলতে পারছিনা।

পাঠকের মতামত: