ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

গুজরাটে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করল ভারত

বাংলাদেশের সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথ মালিকানায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ভারত। অথচ নিজেদের ভূখণ্ডে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা বাতিল করছে দেশটি। সম্প্রতি গুজরাট রাজ্যে প্রায় ৪ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়েছে। পরিবর্তে রাজ্য সরকার সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।

ভারতের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানায়, গত বছর গুজরাট স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন ৪ হাজার মেগাওয়াটের একটি প্রকল্প করার সিদ্ধান্ত নেয়। এতে খরচ হত প্রায় ২০ হাজার কোটি রুপি। কিন্তু জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রকল্পটি বাতিল করেছে রাজ্য সরকার।


রাজ্য সরকার এখন বলছে, গুজরাট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে। তাই এখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন নেই। এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে তারা আগ্রহী। সেই লক্ষ্যে চলতি বছর শুধু সোলার প্যানেল থেকেই আরো ১০ হাজার মেগাওয়াট উৎপাদন করার পরিকল্পনা রয়েছে তাদের।

পাঠকের মতামত: