ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

গরুসহ চোর আটক পেকুয়ায়

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় একটি চোরাই গবাদিপশু (গরু)সহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম মো.মুবিনুল ইসলাম (২১)। সে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোসেনের ছেলে। সে আগে থেকেও গরু চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে।

সোমবার (২০জুন) সকালে বাইম্যাখালী এলাকার একটি বাড়ি থেকে গরুসহ তাকে হাতেনাতে আটক করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক ফরহাদ আলী জানায়, বাইম্যাখালী এলাকার সিরাজুল হকের গোয়ালঘর থেকে রবিবার গভীর রাতে একটি গরু চুরি হয়। ভোরে পুলিশ অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে গরুসহ আটক করে। তার বিরুদ্ধে গরুর মালিক বাদি হয়ে থানায় (১১/২২) মামলা দায়ের করেন। আটক মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: