ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

গনতন্ত্র ও আইনের শাসন নেই বলেই খালেদা জিয়ার জামিন আটকে রেখেছে অবৈধ সরকার -চকরিয়া যুবদলের সম্মেলনে এডভোকেট শামীম আরা স্বপ্না

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল স্থানীয় এ.টি.এন পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম.ইব্রাহিম খলিল কাঁকনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক এম.আনিসুর রহমানের উপস্থাপনায় রোববার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। সম্মেলনের শুরুতে উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, জেলা বিএনপির সদস্য ও চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম কমিশনার, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার।

সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন কমিশনার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম.আমির আলী, সহসভাপতি আখতার ফারুক খোকন, সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ফোরকান কমিশনার, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহমুদুল করিম, উপজেলা শ্রমিকদলের আহবায়ক এস.এ জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহি উদ্দিন পুতু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হান আলভী মিল্কি, মোঃ আরিফুল ইসলাম, এম.আব্দুস ছালাম, মাওলানা এহসানুল করিম ও মাওলানা আব্দুলাহ আল নোমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন, বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার। সারাদেশে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, দখলবাজী, ক্যাসিনো (জুয়া), আওয়ামী নেতা কর্মীদের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। জনগণের সমর্থনে নয়, ভারতে সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান তাঁরা।

তিনি বলেন বাংলাদেশে আজ গনতন্ত্র বলতে কিছু নেই, আইনের শাসন নেই। আছে শুধু অপশাসন। সেই কারণে দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বিনাকারণে সাজানো মামলায় কারাভোগ করছেন। তিনি সুষ্ঠ বিচার থেকেও বঞ্চিত হচ্ছেন। জামিন আটকে রেখেছে অবৈধ সরকার। দেশে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই বেগম জিয়া অবশ্যই সুবিচার পাবেন। তাই নির্বাসিত গনতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদেরকে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। সেইজন্য দলেল সবাইকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে। #

পাঠকের মতামত: