ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

গণতান্ত্রিক পরিবেশ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: ড. মঈন খান

অনলাইন ডেস্ক :::moin

বিএনপি সংঘাতের রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল এবং নির্বাচনের পক্ষে। আমরা সব সময়ে শান্তিপূর্ন উপায়ে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করা হবে। অন্য কোনো উপায় নয়, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে বিএনপি। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।  বানানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত, দোয়া এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. মঈন খান বলেন, সকল দলের অংশগ্রহনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হলে প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন। এর চেয়েও বেশি প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। যা আমরা ইতোমধ্যে দেখেছি। ২০১৪ সালে ৫ জানুয়ারী মানুষ ভোট দিতে পারেন নাই। এর পরেও যত গুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেগুলোতে মানুষ ভোট দিতে পারেন নাই। জনগণের মতামতে প্রতিফলন ঘটেনি। এ সময়ে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা রাহমান সিথী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক মাসুদ আলম, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: