ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

খুরুস্কুলে অগ্নিকান্ডে ৩০টি বসতবাড়ি পুড়ে ছাই

agonমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

কক্সবাজারে খুরুস্কুল ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই্ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত নয় ঘটিকায় কাউয়ার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন। স্থানীয় মৃত শামশুল আলমের পুত্র সাকিবের বসত বাড়ির রান্না ঘরের চুল্লি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে রাত নয় টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী ভয়াবহ আগুনে ৩০ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সাভির্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। কক্সবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়-ক্ষতি পরির্দশন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, হাজার হাজার লোক রাতের অন্ধকারে যে যেভাবে পারে সে ভাবে চেষ্টা করেছিল আগুন নিয়ন্ত্রনে আনার। কিন্তু আগুনের ভয়াবহতা এতই তীব্র ছিল যে,আগুনের কাছাকাছি লোকজন পৌঁছুতে ভয় পায়। শেষ খরব পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কম পক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের লেলিহান শিখায় চারদিকে ছড়িয়ে পড়লে গোয়াল ঘর,গুদাম ঘর,বসত বাড়িসহ প্রায় ৩০ টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে সাকিব, জাকারিয়া, মকতুল হোসেন, শফিউল হক, জুনু মিয়া, হামিদুল্লাহ, শাকের আলম, এহছানুল হক, আবুল কালাম, গোলাম নবী, জাফর আলমের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ প্রায় চার কোট টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

পাঠকের মতামত: