ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খুটাখালীর বীর মুক্তিযোদ্ধা ফরিদুল আলম আর নেই

খুটাখালী (চকরিয়া) প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফরিদুল আলম (৬৮) আর নেই। তিনি ২৬ সেপ্টেম্বর রাত ১ টার দিকে ইউনিয়নের ফুলছড়ি নুতন অফিস মাদ্রাসা পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি….রাজিউন) । মৃত্যুকালে তিনি ২ ছেলে ৮ মেয়ে আত্নীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।কাল শনিবার বাদে জোহর ফুলছড়ি মাদ্রাসা পাড়া ফুটবল খেলার মাঠে নামাযে জানাযা ও রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে। মরহুমের ছেলে ব্যাংকার ফারুক আহমেদ মৃত্যু ও জানাযার বিষয়টা নিশ্চিত করেন।

এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাও থানা শাখার উপদেষ্টা সাংবাদিক মোঃ রেজাউল করিম, সভাপতি শেফাইল উদ্দিন, সহ-সভাপতি এম, শফিউল আলম আযাদ, সাধারণ সম্পাদক আবুহেনা সাগর,
সহ-সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু,, দপ্তর ও প্রচার সম্পাদক ওসমান গণি ইলি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক , মফিজুল ইসলাম মফিি, কাউসার উদ্দিন শরীফ প্রমুখ।

পাঠকের মতামত: