ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

খুটাখালীতে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সেলিম উদ্দীন, ঈদগাঁও ::
বসত বাড়ির গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বদিউল আলম(৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালীতে ঘটে এ ঘটনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুটাখালী মেডিকেল সেন্টারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বদিউল আলম বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত ওবাইদুল্লার ছেলে। সে পেশায় দিনমজুর ও ২ সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এদিন সকালে বদিউল আলম একই এলাকার মৌলভী হাবিব উল্লাহর বসত বাড়িতে গাছ কাটাতে যায়। গাছ কাটার একপর্যায়ে গাছের একটি কাটা ডাল বিদ্যুতের তারের উপর পড়লে বদিউল আলম বিদ্যুতায়িত্ব হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুটাখালী মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় ৫ নং ওয়ার্ড মেম্বার মাষ্টার নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: