ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

ডিডপ্রেস বিজ্ঞপ্তি ঃ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক প্যানেল মেয়র জিসান উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল সড়ক হয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমাপ্ত করেন। এরপর শুরু হয় বিক্ষোভ সমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন অবৈধ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন। দ্বীর্থহীন ভাষায় বলতে চাই সরকার যেভাবে তারেক রহমান ও খালেদা জিয়া সহ জিয়া পরিবার তথা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে দিতে চাচ্ছে তা কখনো সফল হবে না। কারণ দেশের মানুষ উপলব্ধি করতে পারছে অবৈধ সরকার তার ক্ষমতা পাকাপুক্ত করার লক্ষ্যে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এই ধরণের মিথ্যা ও হয়রানি মূলক মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বর্তমানে দেশে চরম রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এই পরিস্থিতি যখন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সামগ্রিক স্বার্থে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ঠিক এই সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ান জারী করা হয়েছে। অনতি বিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠন নিয়ে দূর্বার আন্দোলন শুরু করবে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সদস্য এম.মোক্তার আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আপসেল, সহ সাধারণ সম্পাদক নুরুদ্দিন খান কোম্পানী, সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সহ সাধারণ সম্পাদক হারুণুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন। এ সময় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ডালিম, যোগাযোগ সম্পাদক দুলন ধর, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ শাহীন, গ্রাম সরকার বিষয় সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, সহ প্রচার সম্পাদক মোঃ ইসমাইল, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, সহ ক্রীড়া সম্পাদক আবছার কামাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক শামশুল আলম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আক্কাস পাশা, সহ মৎস্য সম্পাদক খোরশেদ আলম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহা মোঃ তৈয়ব, সহ দপ্তর সম্পাদক মঈনুল আমিন ইমু, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবুল ফজল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফি উল্লাহ শেখর, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী, সহ বন পরিবেশ বিষয়ক সম্পাদক আমানত উল্লাহ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ রুবেল। শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জরিফ আলী, শ্রমিক দল নেতা আহম্মদ হোসেন গুরা মিয়া, জেলা যুবদল সদস্য সৈয়দ আকবর সুমন, মিজানুর রহমান বাবুল, আজিজুল হাসান ভুলু, আব্দুল হাই টিটু, আব্দুল আজিজ, মাষ্টার আবুল হাশেম, আজিজুর রহমান গুরা মিয়া, মিজানুর রহমান, সোহেল ইসলাম, কাউসার খান, হুমায়ূন কবির, দেলোয়ার হোসেন, শেখ আব্দুল্লাহ লালু, জিয়াউল হক, মোঃ ছিদ্দিক, আরফাত হোসেন, মাহমুদুল হক পুতু, মোঃ আমিন, মোঃ রাসেল, যুবদল নেতা মোঃ ফরিদুল আলম, মোঃ মনছুর, আব্দুল মোতালেব, আবুল হাশেম, নজরুল ইসলাম, রানা, লেডু, লাকিম, হারুণ প্রমুখ।

পাঠকের মতামত: