ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

খালেদা জিয়াকে আটকাবে এমন কোন কারাগার দেশে তৈরী হয়নি

cox-bnp-pic_1সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়াকে আটকাবে এমন কোন কারাগার দেশে তৈরী হয়নি বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির নেতারা।
তারা বলেন, খালেদা জিয়ার জন্মদিনকে কেন্দ্র করে আদালতের দেয়া রায় সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। আদালতের কাঁধে বন্দুক রেখে সরকার পাখি শিকার করতে চাচ্ছে। মিথ্যা হয়রানীমূলক এ মামলায় তাকে গ্রেফতার করলে সরকারের জন্য বুমেরাং হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার বিরুদ্ধে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২১ নভেম্বর) শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, জেলা মৎস্যজীবীদলের সভাপতি হামিদ উদ্দিন ইউছুফ গুন্নু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রউফ, পৌর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ প্রমুখ। সভায় বক্তারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আগামীতে গণতান্ত্রিকপন্থায় নির্বাচন ব্যবস্থার আহবান জানান। সমাবেশের পূর্বে যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল শহর শহরতলীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে সমাবেশস্থলে জমায়েত হয়।

পাঠকের মতামত: