ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কোনাখালী শতাধিক ভূমিহীন পরিবার পাচ্ছেন কৃষি খাসজমি

চকরিয়া প্রতিনিধি ::

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে এবার শতাধিক ভূমিহীন ও দরিদ্র পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশেষ কর্মসুচির আওতায় সরকারি খাসজমি। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে ভূমিহীন যাছাই-বাছাই অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার ইখতেয়ার উদ্দিন আরাফাত।

কোনাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভূমিহীন পরিবারের মধ্যে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ভূমিহীন বাচাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার ইখতেয়ার উদ্দিন আরাফাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা মিলন কান্তি দাশ, পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো.হেলাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ হোসেন, জহিরুল ইসলাম, কলিম, আবদুল নবী, আবুল কালাম, বাদশা মিয়া, নারী সদস্য আনোয়ারা বেগম, আছিয়া বেগম, ইউপি সচিব সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ভূমিহীন পরিবারের সদস্য ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ভূমিহীন যাছাই-বাছাই অনুষ্ঠানে এদিন ইউনিয়নের অন্তত আড়াই শতাধিক পরিবার থেকে তথ্য সংগ্রহ করেন সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার ইখতেয়ার উদ্দিন আরাফাত। তবে বাছাই শেষে কোনাখালী ইউনিয়নে শতাধিক পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় কৃষি খাসজমি।

পাঠকের মতামত: