আপনি কি ঈদ উপলক্ষ্যে বাড়ী ফিরছেন? দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বাসিন্দা হলে আপনার জন্য সু-খবর। কুতুবদিয়া উপজেলা প্রশাসন আপনার ও আপনার পরিবারের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নিয়েছে কুতুবদিয়া চ্যানেল পারাপারের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী জানিয়েছেন এ কথা। ২২ জুলাই উপজেলার জেটি ঘাট ও টারমিন্যাল ইজারাদারদের সাথে ইউএনও’র কার্যালয়ে সকাল ১১ টায় বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইজারাদাররাও খুশি বলে জানিয়েছেন দরবার জেটি ঘাটের ইজারাদার মীর কাশেম। বৈঠকে জানানো হয়, বড়ঘোপ থেকে মগনামা ও দরবার ঘাট থেকে মগনামা পারাপারের ক্ষেত্রে ডেনিস ভাড়া ২০ টাকা এবং আলী আকবর ডেইল থেকে উজানটিয়া পারাপারের ক্ষেত্রে ভাড়া ৩০ টাকা যাত্রী প্রতি। স্পীড বোটে এ ভাড়া দরবার ঘাট থেকে মগনামা ঘাট ৮০ টাকা এবং বড়ঘোপ থেকে মগনামা পারাপারে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এইতো গেল ভাড়ার কথা। চ্যানেল পারাপারে আপনার জীবনের ঝুঁকির কথা চিন্তা করে নেয়া হয়েছে চমকপ্রদ ও কঠোর ব্যবস্থা। ছোট ও মাঝারী ধরনের ডেনিস বোটে যাত্রী ধারণ ক্ষমতা নির্ধারণ করা হয়েছে শিশুসহ ৩৫ জন এবং বড় সাইজের ডেনিস বোটের ক্ষেত্রে তা ৫০ জন নির্ধারণ করা হয়েছে। সেই সাথে প্রতিটি ডেনিসে ১০০ কেজির অধিক মালামাল বুঝাই করা যাবে না বলে সতর্ক করে দেয়া হয়েছে। এর ব্যতীক্রম হলে ইজারাদারকে গুণতে হবে ৫০,০০০ টাকা পর্যন্ত জরীমানা। কোন ইজারাদার নীতিমালা বিরোধী কার্যক্রম পরিচালনা করলে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত কুতুবদিয়া চ্যানেল পারাপারের ক্ষেত্রে রিজার্ভ বোট নাম দিয়ে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার জন্য রাখা হয়েছে যাত্রী হলেই ডেনিস ছাড়ার ব্যবস্থা (যা নিয়মিত ১ ঘন্টা পর পর ছাড়া হয়)। ভাড়া আদায়ের ক্ষেত্রে টিকেট বা রশিদের ব্যবস্থা করার পরামর্শ রাখা হয়েছে বৈঠকে। ফলে দীর্ঘদিন ধরে কুতুবদিয়া চেন্যাল পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীবাহী ডেনিসে অতিরিক্ত মালামাল বুঝায়ের অভিযোগটি প্রশাসনের আন্তরিক ও কঠোর নীতিমালায় নিয়ে আসায় পারাপারের ক্ষেত্রে জীবনের ঝুঁকিটা কমবে বলে আশা করছেন সচেতন মহল । ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত নিয়মটি ছাড়া বাকি নিয়মগুলো ইজারার মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। পারাপারে ভাড়ামুক্ত থাকবে উপজেলায় কর্মরত সরকারী চাকরীজীবীরা। ইজারা শর্তে এসব বিষয় স্পষ্ট উল্ল্যেখ করা আছে। পারাপারের ক্ষেত্রে সাবির্ক তদারকীর দায়িত্বে থাকবে বাংলাদেশ কোস্ট গার্ড। বৈঠকে উপস্থিল ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকও।
পাঠকের মতামত: