ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা 

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::   কুতুবদিয়া উপজেলার ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ৫ম উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ৫নং বড়ঘোপ ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব  এডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হন।

নির্বাচন বিধি মোতাবেক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হওয়ায় চেয়ারম্যানের পদটি খালি হয়। বিষয়টি স্থানীয় নির্বাচন অফিস নির্বাচন কমিশনে লিখিত ভাবে অবগতি করেন।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, বড়ঘোপ ইউপি’র চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বিধি অনুযায়ী নির্বাচন কমিশনে অবগতির পর গত ঈদের আগে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা পত্র পান নির্বাচন কমিশন থেকে।

উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে উক্ত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: