ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি :: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরে ডুবে মো. আরমান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

হাসপাতাল এবং স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টায় মো. আরমান (৩ বছর) সবার অজান্তে বাড়ির পুকুরে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: