ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নৌবাহিনীর ছাগল বিতরণ

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ছাগল পালনের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে নৌবাহিনী।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দ্বীপের বিভিন্ন এলাকার হতদরিদ্র ১৬টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬টি পরিবারের নারীদের সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে ছাগল তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়ার নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ইরফান আহাম্মেদ এবং সাব লেফটেন্যান্ট আব্দুল মালেক নৌবাহিনীর অন্যান্য সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গরা।

কুতুবদিয়ার নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ইরফান আহাম্মেদ জানান, এটা তাদের নিজস্ব তহবিল থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও দুস্থ নারীদের ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬টি পরিবারে নারীদের মাঝেই বিতরণ করেন। আগামী দিনেও দ্বীপের হতদরিদ্র জেলেদের মাঝে তাদের ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচী রয়েছে। শুক্রবার ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র ১৬টি পরিবারের নারীদের মাঝে ১৬টি ছাগল বিতরণ করা হয়। দ্বীপের অসহায় মানুষের জন্য আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এছাড়া জনসাধারণকে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান তিনি।

পাঠকের মতামত: