ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে নিহত ও আহতদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরন

সংবাদ বিজ্ঞপ্তি ::

জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে আজ ২৩ মে, সোমবার ঘূর্ণিঝড় ”রোয়ানুতে” নিহত ও আহতদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। এসময় উত্তর ধুরুংএ নিহত মোঃ ইকবালের স্ত্রী নার্গিস আকতার, মৃত সিফা আকতারের পিতা আব্দুল কাদের, কৈয়ারবিলে নিহত একে ফজলুল হকের স্ত্রী ছেনু আকতার, আলী আকবর ঢেইলে নিহত শফিউল আলমের স্ত্রী রাশেদা বেগমকে, নগদ ২৫ হাজার টাকা করে এবং আহতদের মাঝেও জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে এক সভা ধুরুং বাজার জামায়াত কার্যালয়ে উপজেলা আমির মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল বলেন, দুর্গত মানবতার সেবায় সরকার ও দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র সহযোগীতা নিয়ে জামায়াতে ইসলামী আপনাদের সহযোগীতায় এগিয়ে এসেছে। আর্ত-মানবতার সেবায় জামায়াতে ইসলামী অতিতেও নিয়োজিত ছিল, আগামীতেও থাকবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর উপর আজ জুলম-নির্যাতন চলছে। যদি দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকতো তাহলে আমরা আজ আরো বেশী দুর্গতের সেবায় ভূমিকা রাখতে পারতাম। তিনি দুর্গত মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিন ধুরুং ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুল আমিন, উত্তর ধুরুং ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, বরঘুপ ইউনিয়ন সভাপতি মাওলানা আবু আক্কাস, উত্তর ধুরুং ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ওসমান, জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দিন, ছাত্রনেতা মইন উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত: