ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় গুলিসহ জলদস্যু সর্দার ইউনুচ গ্রেপ্তার

evveকুতুবদিয়া সংবাদদাতা:

উপকূলীয় এলাকার কুখ্যাত জলদস্যু সর্দার ইউনুচ (৫০) কে ৫ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। গোপণ সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলায় লেমশীখালীর শাশুড় বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তর ধুরুং মিয়ারাকাটা গ্রামের মৃত নজির আহমদের পুত্র ইউনুচ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র, চাঁদাবাজী ও সম্প্রতি আনোয়ারা এলাকার একটি ফিশিংবোট পুড়া মামলার ১০ নং আসামীসহ ৬টি মামলার গ্রেপ্তারী পরোয়ানার কথা নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মুহাম্মদ মোস্তাফিজ ভূইয়া। দীর্ঘ দু’যুগেরও অধিককাল ধরে তার বড়ভাই জলদস্যু সর্দার রমিজ ও তার একচ্ছত্র আধিপত্য ছিল গোটা উপকূলীয় এলাকায়। এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে নিশ্চিত করেন থানা ওসি তদন্ত রোমেল বড়–য়া।

পাঠকের মতামত: