ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে মো. রাব্বি নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সদর বড়ঘোপের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়ার মো. নুরুল বশর প্রকাশ বৈদির পুত্র শাহরিয়ার সাব্বির প্রকাশ রাব্বি (১৯) মঙ্গলবার দুপুর ২টার দিকে করোনা কালিন সময়ে বন্ধ বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বিদ্যালয়টি রাস্তার পাশে হওয়ায় স্থানীয়রা দেখে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার (ওসি) তদন্ত জুয়েল ইসলাম।

 

পাঠকের মতামত: