ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ওসির উপস্থিতিতে ১৫০ হতদরিদ্র লোকের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি :: করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। কাজ না থাকায় খাবারের সংকটে রয়েছে হতদরিদ্ররা। এমন প্রেক্ষাপটে কক্সবাজার কুতুবদিয়ার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইউছুপ মাতবর তাঁর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার নিয়ে এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

বুধবার (২০ মে) বিকালে করোনা সংকটময় পরিস্থিতির শিকার এমন কর্মহীন, গৃহবন্দী, দুঃস্থ ও নিম্ন আয়ের ১৫০ জন লোকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়ার (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌসসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইউছুপ মাতবর এর সন্তান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ.এম সাজ্জাদ বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় দেখে তার পিতার সৌজন্যে মাতবর পাড়ার দেড়শ’ জনকে ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি করোনা পরিস্থিতি ও দেশের সঙ্কটময় কালের যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাবো।’

পাঠকের মতামত: