ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়া উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে ২জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার ( ২৫ আগষ্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল বঙ্গবন্ধু পাঠাগারের পরিত্যক্ত ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা নুরের জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টের দন্ডপ্রাপ্তরা হলেন, বড়ঘোপ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে হাজি কাদির হোসেনের ছেলে বেলাল (৪০) ও বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ আতিকুর রহমান আতিক (৩৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দারের তত্বাবধানে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর মগডেইলের বঙ্গবন্ধু পাঠাগারের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে ১৬পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা নুরের জামান চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে বেলালকে ২ মাস কারাদণ্ড ও আতিককে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়।

পাঠকের মতামত: